সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম শেখপাড়ায় রবিবার সকাল ১০ টায় শেখপাড়া এলাকায় পরিদর্শন করেন সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকাত ওসমান ৷ শেখপাড়া গ্রামের ভিতরে এবং সদরে তেমন রাস্তা নাই বললেই চলে। অনেকদিন আগে একটা সিসি রাস্তা তৈরি করে দিয়েছিলেন। প্রাইমারি স্কুল হতে গ্রামের পশ্চিম পার্শ্বের রাস্তার প্রায় শেষ মাথা পর্যন্ত মাটির রাস্তা করে দিয়ে ছিলেন । পাশাপাশি গ্রামবাসী এবং শওকাত ওসমান এর সহযোগিতায় যৌথভাবে ভ্যানগাড়ী নেবার মত আরও একটা মাটির রাস্তা নির্মিত করে দিয়েছেন । রবিবার সকালে সেই রাস্তা এখন তৈরি হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীর যাতায়াতের জন্য একটি বড় রাস্তা। রাস্তাটি গ্রামের ফেরদৌস পুলিশের বাড়ির নিকট থেকে মরহুম দেলখোশের বাড়ি হয়ে গ্রামের শেষ মাথা পর্যন্ত মাটির কাজ শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান শওকাত ওসমান । রাস্তাটি একবারে না হলে দ্বিতীয় বার করে শেষ করে দিবেন বলে জানান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সলপ ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, আব্দুর জব্বার, প্রিন্সিপাল আতিকুর রহমান ও সলপ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ।
শনিবার , ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
উল্লাপাড়া সলপ ইউনিয়নে মাটির রাস্তার কাজ উদ্বোধন করেন শওকাত ওসমান
প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ নভেম্বর, ২০২৩