বাংলাদেশ কৃষক লীগ আটঘরিয়া উপজেলা শাখার নির্বাচনী প্রতিনিধি সভা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা কৃষক লীগের আয়োজনে নির্বাচনী প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি ইয়াকুব আলী খান।
কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও পৌর কৃষক লীগের সম্পাদক আব্দুল মালেক এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ।
বিশেষ অতিথি বক্তব্য দেন জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি সোহরাব আলী, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক বাদশা,
চাঁদভা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কেএম ফিরোজ ইলিয়াস সাত্তার, দেবোত্তর ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আকরাম আলী, মাজপাড়া ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মতিন মাস্টার, পৌর কৃষক লীগের আহবায়ক বেলাল হোসেন, পৌর কৃৃষক লীগের যুগ্ম সম্পাদক মাসুম রেজা, মজনু, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান প্রিন্স, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন প্রমুখ। উক্ত নির্বাচনী প্রতিনিধি সভায় উপজেলার বিভিন্ন ওয়াডের সভাপতি/ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।