অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ করেছে যুবলীগ। সলঙ্গা থানা যুবলীগের আয়োজনে গতকাল শনিবার বিকেলে সলঙ্গা থানা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সলঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে বক্তারা বলেন,শেখ হাসিনা সরকারের আমলে আশাতীত উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবেলা করতে হবে। অবরোধের নামে সড়ক-মহাসড়ক বা কোথাও নাশকতা করতে দেয়া হবে না।বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আ’লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সাংগঠনিক সম্পাদক ও সলঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান,রিয়াদূল ইসলাম ফরিদ,থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার সহ অনেকে।
শনিবার , ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সলঙ্গায় অবরোধ বিরোধী বিক্ষোভ ও সমাবেশ
প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ নভেম্বর, ২০২৩