রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভোরের প্রেম~নাঈম ইসলাম বাঙালি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

হঠাৎ একদিন ঘুম থেকে উঠে রাস্তায় বেড় হলাম এবং হাটতে শুরু করি এই দিনটা ছিল আমার কাছে অন্যরকম। খুবই স্নিগ্ধ হাওয়া আর শিশির ভেজা ঘাস যেন মনকে ছুঁয়ে দেয়। প্রকৃতির সঙ্গে একদম মিশে গেছি সেদিন। দেখতে অপরূপ সুন্দর, কাঁচা ধান ক্ষেতে ভরা চতুর্দিকে। শিশিরের উপর হাল্কা সূর্যের রশ্মি চিকমিক ঝিকমিক করছে একদম কাঁচা সোনার মত। তখন আমি ডুবে যায় সেই প্রকৃতির লীলাভূমির মধ্যে। রাস্তার দুপাশে নদী ছড়িয়ে আছে এঁকে-বেঁকে। স্তব্ধ হয়ে শুনতে পাই পানির কলকল ধ্বনি। তখন হৃদয়টা একদম শীতল অনুভব করছি। প্রকৃতি যেন আমায় দর্শন করে বেড়াচ্ছে। সেখানে আরও নদীর উপরে উড়ছে সাদা-কালো পাখি। অরুণ বেষ্টন করেছে নদীর দুই পাড়। এই অপরূপ প্রকৃতির লীলাভূমি বাধ্য করেছে তার প্রেমে পড়তে।

যে প্রেম চণ্ডীদাস রজনীর মতো নয়, যে প্রেম লাইলি-মজনুর মত নয়, যে প্রেম শিরি ফরহাদের মত নয়।

তার প্রেমে পড়তে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় নাই আমার। যে প্রেম প্রত্যেকের কাছে আসতে চায় কিন্তু অনেকেই সেটা উপলব্ধি করতে পারে না।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ