সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবীতে বিএনপি-জামায়াতের তৃতীয় ধাপের অবরোধের প্রথম দিন ছিল গতকাল বুধবার।দুরপাল্লা এবং আন্ত: জেলার বাস না থাকায় ভ্যান-রিক্সা,সিএনজি বা থ্রি হুইলারের দখে ছিল সড়ক-মহাসড়ক।এ সব যানবাহন মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত হলেও অবরোধে জনগণের যাতায়াতে ভোগান্তি কমাতে কদর বেড়েছে। উত্তরবঙ্গের প্রবেশ পথ সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বর দিয়ে কিছু পণ্যবাহী ট্রাক, কার্গো, পিকআপ, প্রাইভেট কার চলাচল করলেও মহাসড়কে চলাচল করেনি যাত্রীবাহী বাস।হাটিকুমরুল রোড হতে ঢাকা,বগুড়া,পাবনা,নাটোরে কোনদিকে বাস ছাড়তে দেখা যায়নি।মহাসড়কের গুরুত্বপুর্ণ পয়েন্ট সিরাজগঞ্জ রোড, ভুইয়াগাঁতী,ঘুড়কা,সাহেবগঞ্জ, নলকা মোড়, দবিরগঞ্জ,হরিনচড়ায় থ্রি হুইলার,ইজিবাইক নামক যানবাহনের ব্যাপক ভীড় দেখা গেছে। তৃতীয় ধাপের অবরোধে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। হাটিকুমরুল রোডসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার , ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অবরোধে থ্রি হুইলারের দখলে মহাসড়ক
প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ নভেম্বর, ২০২৩