সিরাজগঞ্জের তাড়াশ ফাজিল মাদ্রাসা র অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান এর বিরুদ্ধে কম্পিউটার ডোনেশন এর টাকা আত্মসাত এর অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার সদরের ফাজিল মাদ্রাসায় কয়েক মাস আগে এন টি সি আর এর শিক্ষক হিসাবে ৪ জন যোগদান করে। প্রতিষ্ঠানে কম্পিউটার ও ফটোকপি মেশিন ক্রয়ের জন্য প্রভাষক সোহেল রানা ৩০ হাজার , আব্দুল আলীম ২৫ হাজার , সুফিয়া খাতুন ২৫ হাজার ও আলামিন হোসেন ২০ হাজার ডোনেশন হিসেবে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান এর কাছে জমা দেয়। কম্পিউটার ও ফটোকপি মেশিন ক্রয়ের সময় শিক্ষক সঙ্গে নিয়ে যাওয়ার কথা থাকলেও তাদের নেওয়া হয়নি। আনিছুর রহমান ২০-২২ হাজার টাকার কম্পিউটার পিসি ও মনিটর ক্রয় করেন এবং অবশিষ্ট প্রায় ৮০ হাজার টাকা আত্মসাত করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাদিকুল ইসলাম জানান ডোনেশন এর ১ লক্ষ টাকার মধ্যে একটি কম্পিউটার পিসি ও মনিটর ক্রয় দেখিয়ে আনিছুর রহমান আত্মসাত করেন এবং মনিটর টি কয়েক মাস যেতে নষ্ট হয়ে গেছে। শিক্ষক আব্দুল আলীম, সোহেল রানা ও আলামিন হোসেন জানান আমরা প্রতিষ্ঠানে আই সি টির বিভাগের জন্য ৪ জন কম্পিউটার ও ফটোকপি মেশিন ক্রয়ের জন্য অনুদান করেছি দুঃখজনক ঘটনা সামান্য টাকা ব্যয় করে পুরো টাকা আত্মসাত হয়েছে। অভিযুক্ত আনিছুর রহমান অভিযোগ করে জানান ১ লক্ষ পাইনি কিছু টাকা ডোনেশন পেয়েছিলাম এবং আমার পকেট থেকে ২-৩ হাজার টাকা বেশি খরচ হয়েছে। এবং মনিটর টি সমস্যা হওয়ায় সার্ভিসিং করতে দিয়েছেন বলে জানান। তবে কত টাকা দিয়ে কম্পিউটার মনিটর ক্রয় করেছেন তার সদুত্তর দিতে পারেন নি।

সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
তাড়াশে অধ্যক্ষের বিরুদ্ধে কম্পিউটার ডোনেশন আত্মসাতের অভিযোগ
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩