মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাগাতিপাড়ায় ৩ দিনের অবরোধ মাঠে নেয় বিএনপি-জামায়াত’র কোন নেতা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও নাটোরের বাগাতিপাড়ায় তা মানেনি বিএনপির দুই অংশের কোন নেতাই। এমনকি মাঠে নেই জামায়াতও। এরআগে হরতালের দিন উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা,বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিনের ব্যবহৃত গাড়ি রাস্তায় চলতে দেখা গেছে, বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশের পর প্রেসক্লাব’র সিসি-টিভি ক্যামেরা দেখে তা নিশ্চিত হওয়া গেছে। এদিকে নেতাদের মাঠে না দেখে হতাশা প্রকাশ করেছে কর্মীরা। উপজেলার পাঁকা গ্রামের বিএনপি সমর্থক আবুল কালাম বলেন, সারাদেশে হরতাল-অবরোধ সবাই মানলেও বাগাতিপাড়ার কোনো নেতাক পাওয়া যাচ্ছেনা। কর্ম-সমর্থকদের একহয়ে ওইসব নেতাদের মাঠে নামার দাবিতে মনববন্ধন করার কথাও জানান তিনি। এনিয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিনসহ বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত নেতার মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন দাবি করেন, এদের মতো অথর্ব নেতাদের কারণে দল আজ দেউলিয়া হতে চলেছে। দলকে বাঁচাতে হলে কেন্দ্রীয় নেতাদের কাছে পরিক্ষীত ও ত্যাগী নেতাদের বেছে নেয়ার দাবিও করেন তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামী বাগাতিপাড়া শাখার সেক্রেটারী মাস্টার জাকির হোসেন বলেন, আমি এক বছর আগে নতুন দল বিডিপি’র দায়িত্ব নিয়েছি। জামায়াতের সাথে তার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। এদিকে জামায়াতের সাবেক সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ উদ্দিন জানান, নেতাদের অযোগ্যতার কারণেই কর্মী-সমর্থকদের আগ্রহ থাকা সত্তেও এই উপজেলাতে কর্মসূচী বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অন্যদিকে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতা কমরেড অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও সাধারণ সম্পাদক মজিবর রহমান দফায় দফায় শান্তি সমাবেশ করে নিজ নিজ সমর্থকদের চাঙ্গা রাখছেন। বলছেন, শান্তি সমাবেশের কথা শুনে বিএনপি নেতারা ভয়ে ঘর থেকে বেড় হচ্ছে না। কেউ কেউ বের হলেও হরতাল অবরোদের কথা মুখেও আনছে না। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খাঁন বলেন, রেলস্টশনের নিরাপত্তার কথা চিন্তা করে উপজেলার মালঞ্চি, ইয়াসিনপুর ও লোকমানপুর স্টেশনে আনসার সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি যে কোন নাশকতা ও জনদূর্ভোগ মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুতি থেকে টহল বৃদ্ধি করা হয়েছে জনসাধারণে স্বাভাবিক চলাচলে বাধা ও বিঘœ সৃষ্টি করলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেন তিনি।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।