বিশ্ব মুসলিম জেগে ওঠো
জ্বলছে ফিলিস্তিন
নির্বিচারে হত্যাকান্ড
দেখবো কত দিন।
পুড়ছে মাটি, পুড়ছে বালি
মায়ের বুক হচ্ছে খালি।
পথে-ঘাটে লাশের গন্ধ
কেমন করে সই
এত লাশ কবর দেয়ার
সময়টুকু কই।
মুখ বুজে আর থাকিসনারে
গর্জে ওঠো তবে
যে করেই হোক এই যুদ্ধ
বন্ধ করতে হবে।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গর্জে ওঠো – এইচ এস সরোয়ারদী
প্রকাশিত হয়েছে- বুধবার, ১ নভেম্বর, ২০২৩