দিন চলে যায় দিনের পথে
সামনে আসে রাত,
নীরব রাতের আধার শেষে
দেখি ঝলমলে প্রভাত।
সকাল হলে সূর্য হাসে
সন্ধে হলে তাঁরা,
শ্রাবণ এলে মরা নদী
কেটে যায় খরা।
শরৎ এলে শুভ্র গগন
বর্ষা এলে কালো,
বৈশাখী ঝড়ে বিমর্ষ মন
জ্যৈষ্ঠ এলে ভালো।
হঠাৎ দেখা হঠাৎ কথা
হঠাৎ জাগে মায়া,
হঠাৎ আসে হঠাৎ যায়
রেখে কিছু মায়া।
মনের পাখি বনে ডাকে
কুহু কুহু সুরে,
রাত্রি হলে নিদ্রা আসে
চোখের পাতা জুড়ে।
ভুবন মাঝে সকাল সাঁঝে
পালাবদল চলে,
আমার মন ছুটে যায়
নতুনের দলে।