পাবনার আটঘরিয়া উপজেলার নয়নগর বেলদহ জাপানবাড়ী গ্রামে আবদুল হামিদ প্রামানিক এর হালের ৮টি গরু চুরি সংঘটিত হয়েছে।
এতে ওই কৃষকের প্রায ১২-১৪ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এঘটনায় ভুক্তভোগী হামিদ বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে ১৪ অক্টোবর দিবাগত গভীর রাতে কোন এক সময়ে।
জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের নয়নগর বেলদহ জাপান বাড়ী গ্রামের মৃত ইউসুফ প্রামানিক এর ছেলে আব্দুল হামিদ(৬৫) প্রতিদিনের মত ৫টি ষাড় গরু, ৩ টি গাভি গোয়াল ঘরে রেখে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে থাকা ৮ টি গরু চুরি হয়েছে।
কৃষক আব্দুল হামিদ আরও জানান, সম্প্রতি আমার একটি ষাড় গরু মাঠে তিল খেত ঘাস খায়ার জন্য বেঁধে রেখে জুম্মার নামাজ পড়ার জন্য বাড়ীতে চলে আসি। পরে মাঠে গিয়ে দেখি আমার গরু চুরি হয়েছে।
আমি অনেক খোজাখুজি করার পরে শরৎগঞ্জ ইসলামি ব্যাংকের সিসি ক্যামেরা মাধ্যমে নছিমন গাড়ি ও চোরকে চিনতে পারি। সে একদন্ত ইউনিয়নের চালা গ্রামে তার বাড়ি।
পরে একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল এর সহযোগিতায় চালা চাচকিয়া গ্রামের তরফ আলীর বাড়ি থেকে আমার গরুটি উদ্ধার করা হয়। তরফ আলী চালা গ্রামের দিলবার আলীর ছেলে।