মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিংড়ায় সৌঁতিজাল ও বানার বেড়া অপসারণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
নাটোরের সিংড়ায় ৫টি সৌঁতিজাল ও এক হাজার মিটার বানার বেড়া অপসারণ করেছে উপজেলা প্রশাসন। এসময় ৩০টি নিষিদ্ধ চায়না জালও জব্দ করা হয়। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন এ অভিযানের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পানি প্রবাহে বাধা ও নিষিদ্ধ চায়না জাল দিয়ে মৎস্য শিকার করা হচ্ছিলো উপজেলাব্যাপী। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর বুধবার সন্ধ্যায় যৌথ অভিযান পরিচালনা করে শেরকোল ইউনিয়নের সিধাখালীতে ৩টি ও লালোর ইউনিয়নের সোনাডাঙ্গায় ২টি সৌঁতিজাল  অপসারণ করে। এছাড়া তেলিগ্রাম বিল হতে এক হাজার মিটার বানার বেড়া ও ৩০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।