ঈশ্বরদীতে পূজার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে থানায় অভিযোগ করেছেন এক সংবাদ কর্মী। এ ঘটনায় নিজেই বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগকারী সংবাদ কর্মী মোঃ মুশফিকুর রহমান (৩৯) ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর পূর্ব নুরমহল্লার মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে এবং দৈনিক বিজয় নামের একটি পত্রিকায় ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। থানার অভিযোগসূত্রে জানা যায়, গত ২৪ শে অক্টোবর সন্ধ্যায় ঈশ্বরদী মৌবাড়িয়া দূর্গা মন্দিরের সামনের পুকুরে স্বারদীয় দূর্গা উৎসবের প্রতিমা বিসর্জন দেয়ার ছবি ও সংবাদ সংগ্রহের কাজ করার সময় ঈশ্বরদী পৌরসভার আমবাগান এলাকার স্বর্গীয় চন্দন দেবের পুত্র শ্রী অপু দেবসহ (৩৭) অজ্ঞাত ২/৩ জন মর্দপ অবস্থায় তার উপর হামলা চালায়। এসময় তার কাছে থাকা নগদ ৫,৩০০/= (পাঁচ হাজার তিনশত টাকা) তার ছবি তোলার কাজের জন্য ব্যবহৃত একটি ক্যানন ক্যামেরা যাহার মুল্য-৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার) টাকা অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নেয়। সে সময় ভুক্তভোগী সংবাদকর্মী মোঃ মুশফিকুর রহমান তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে অপুসহ বাকিরা তাকে অকথ্য ভাষায় গালাগালসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন। সেই সাথে তাকে উত্তম মাধ্যম প্রহার করেন। এসময় তার চিৎকারে কয়েকজন এসে তাকে সন্ত্রাসী বাহীনির হাত থেকে ছিনিয়ে নিয়ে তাকে বাড়ী পাঠিয়ে দেয়। এ বিষয়ে ঈশ্বরদী সাংবাদিকদের একাংশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার জানান গত কাল রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে সংবাদ সংগ্রহ কালে সন্ত্রাসী হামলার স্বীকার সংবাদকর্মী, থানায় অভিযোগ
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩