শারদীয় দূর্গা পূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব।পাঁচ দিন ব্যাপী এই শারদ উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর।মঙ্গলবার বিসর্জনের দিন সকালে দশমীর বিহিত পূজা শেষে দর্পণ ও বিসর্জন।
গতকাল সোমবার মহানবমীতে মন্দির, মন্ডুপে যেন মিলে মিশে গেছে আনন্দ বেদনা।দেবীর বন্দনায় ছিল ভিন্ন এক আবহ।পূজা শেষে ভক্তরা দেবীর চরনে অঞ্জলি নিবেদন করেন।আর তারই মাঝে ভক্তদের হৃদয়ে মগ্নতা নিয়ে এলো হঠাৎ দুপুরে বৃষ্টির ছোয়া।
পাবনা ফরিদপুরে পূজা মন্ডপগুলোতে বিকেলের আগপর্যন্ত নবমীর উৎসব ছিল শান্তলয়ে।ঐ উপজেলায় একটি পৌরসভা ছয়টি ইউনিয়ন মিলে স্থায়ী, অস্থায়ী মোট ১২ টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজা মন্ডপ,পূজারী ও আগত দর্শনার্থীদের নিরাপত্তা দিতে র্যাব,পুলিশ ও আনসার সদস্য গন সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
ফরিদপুর থানার অফিসার ইনর্চাজ মো : মিজানুর রহমান বলেন,প্রতিটি পূজা মন্ডপ গুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল।তাই আমরা সার্বক্ষণিক ভাবে পূজা মন্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি।