নিজস্ব প্রতিবেদক:
জয় বাংলা অক্সিজেন সেবা এখন পাওয়া যাচ্ছে বিনামূল্যে চট্টগ্রামে। মঙ্গলবার (২১ জুলাই) এই কার্যক্রমের উদ্যোক্তা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী এ তথ্য জানান। এই কার্যক্রমে যুক্ত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ডাকসুর সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ। কোভিড-১৯ প্রাদুর্ভাব পরিস্থিতিতে সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে থেকে সেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকসাদ বিন কাদের চৌধুরী জানান, রাজধানীর পর এবার তারা চট্টগ্রামেও শুরু করল একই সেবা। ধীরে ধীরে দেশব্যাপী এই সেবা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা প্রথমে ১২টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এ সেবা শুরু করি রাজধানীতে। বর্তমানে ২৫ টি সিলিন্ডার রয়েছে।
চট্টগ্রামে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের জন্য তানভীর, ০১৭৭৪২৯৩৮৩১, হাসান, ০১৩১৮৮৮১১৩১, কামরুল, ০১৩১৯০১৮৬৭৮, এমরান, ০১৮৬৬৭৪০৫৮২, নীরব, ০১৬২৬৮৯০৮১৫, বাবলু, ০১৮৫৪৮৩২৯১৭ নম্বরে যোগাযোগ করা যাবে।