গতকাল রবিবার অষ্টমীতে ছিল কুমারী পুজা। সলঙ্গার প্রতিটি পুজা মন্ডপে অন্যান্য আয়োজনের সাথে আছে চন্ডিপাঠ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে সলঙ্গায় ৩২ টি মন্ডপে দুর্গাপুজা। প্রশাসন ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের তদারকি আর নজরদারির কেন কমতি নাই। তা ছাড়াও প্রতিটি পুজামন্ডপে রয়েছে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী। প্রতিটি মন্ডপে কর্তব্যরত আনসার-পুলিশ রয়েছে তৎপর। পুজা অর্চনার পাশাপাশি পুজামন্ডপ এলাকাগুলো সেজেছে বর্ণিল আয়োজনে।অষ্টমী আর নবমীতে বেশির ভাগ মন্দিরে বিকেল হতে গভীর রাত পর্যন্ত দেখা যায় ভক্ত,পুণ্যার্থী আর দর্শনার্থীদের ঢল। কেউবা মোটর সাইকেল,কেউ আবার রিক্সা-ভ্যান রিজার্ভ করে স্ত্রী- সন্তান আপনজনদের নিয়ে ছুটছে এক মন্দির থেকে আরেক মন্ডপে।সলঙ্গায় এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। সব বয়সের নারী-পুরুষসহ সকল ধর্মের মানুষের পদচারনা ছিল মন্ডপগুলোতে।সলঙ্গা উত্তরপাগা জগন্নাথ মন্দির সহ কিছু পুজামন্ডপ এলাকায় বসেছে দোকান পাট।আজ সোমবার মহানবমী এবং আগামীকাল মঙ্গলবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব।
শনিবার , ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দুর্গাপুজায় মহানবমীতে দর্শনার্থীদের ভীড়
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩