সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে, আঞ্চলিক মহাসড়কের (আর-৬০১) সুজানগর অংশের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে পাবনার সুজানগর পৌরসভার আঞ্চলিক মহাসড়কের অংশের কাজের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন।এ সময় উপস্থিত ছিলেন, পাবনার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মনসুর,উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা এড.শাজাহান আলী খান, সাইদুর রহমান সাইদ, রাজা হাসান, সুবোধ কুমার নটো, আফসার আলী, মাহমুদুজ্জামান মানিক, রবিউল হক টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ। ঠিকাদার প্রতিষ্ঠান মোজাহার এন্টার প্রাইজ লিমিটেডের প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সংস্কার কাজের মধ্যে এক কিলোমিটার পৌরসভার আরসিসি সড়ক ও ২৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক সংস্কার করা হবে।

রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সুজানগর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ অক্টোবর, ২০২৩