ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন (২৬জুলাই) উপজেলা প্রশাসনিক ভবনের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় উপজেলার উন্নয়ন কাজের জন্য সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত প্রসারিত করলে সুষ্ঠুভাবে কাজ এগিয়ে নেয়া সম্ভব।
তিনি সাংবাদিক সমাজকে গঠনমূলক সংবাদ পরিবেশন করার আহবান জানান।
তিনি গত ২৩ জুলাই উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করার পর রবিবার বিকালে নান্দাইল উপজেলায় কর্মরত সকল সাংবাদিক সমাজের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এডভোকেট হাবিবুর রহমান ফকির, এনামুল হক বাবুল, আজিজুর রহমান ভূইঁয়া বাবুল, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, হান্নান মাহমুদ, আলম ফরাজী, শামছ ই তাবরিজ রায়হান, প্রভাষক অরবিন্দ পাল অখিল, শামছুজ্জামান বাবুল, আবু হানিফ সরকার।
এছাড়া নান্দাইলে কর্মরত ও প্রেসক্লাব সমূহের সদস্যভূক্ত সাংবাদিকরা নিজ নিজ নাম ও পত্রিকার নাম প্রকাশ করেন।
সভার শুরুতেই শনিবার মৃত্যুবরনকারী সিনিয়র সাংবাদিক মোঃ কামরুজ্জামান খান গেনুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, নান্দাইলে সাংবাদিক সমাজ আপনার সকল ভাল কাজের প্রতি সমর্থন প্রদান করবেন। সাংবাদিকরা সভায় সুনিদিষ্ট কিছু সমস্যার কথা তুলে ধরেন।