সিরাজগঞ্জের রায়গঞ্জে মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) বিস্তরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক/শিক্ষিকা প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। গতকাল বুধবার (১৮ অক্টোবর) ধানগড়া (ইউআরসি)তে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়। ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,দাদপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক তাহমিনা খাতুন, কৃষ্ঞদিয়া সপ্রাবি’র সহ: শিক্ষক ( আলমগীর হোসেন,সিমলা মধ্যপাড়া সপ্রাবি’র প্রধান শিক্ষক কামরুজ্জামান রাজু এবং সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও প্রশিক্ষক রেজাউল করিম।সমাপনী অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মইনুল হক জানান,উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনায় পর্যায়ক্রমে উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ অব্যাহত থাকবে। ইতিমধ্যেই ৬ষ্ঠ ব্যাচসহ মোট ১৮০ জন শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন।
শনিবার , ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রায়গঞ্জে চলছে শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩