সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা আহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
যশোরের অভয়নগরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা রুবেল মোল্লা(৩৫), নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার ১৮ অক্টোবর দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রুবেলের মা মোছাঃ আনোয়ারা বেগম বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে  ৪ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন। যার মামলা নং ১৪। তারিখ ১৯/১০/২০২৩ ইং ধারা নং ৩৪১/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৫০৬/১১৪/৩৪।  মামলার আসামিরা হলেন, উপজেলার ধোপাদী গ্রামের মৃত ছলিম মুন্সির ছেলে মোঃ আনিছুর রহমান(৩৫), মোঃ মফিজুর রহমান(৩৮), মোঃ হাফিজুর রহমান(৪৮) ও একই গ্রামের মৃত- গফ্ফার মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া(৩৮)। মামলা সূত্রে জানা গেছে,  রুবেল মহাকাল ১ নং ওয়ার্ড মীরবাড়ি ঘাটে কাজের উদ্দেশ্যে  ভাঙ্গাগেট এলাকায় যায়। এসময়  আসামিরা একত্রিত হয়ে রুবেলের পথ  গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে। এবং ডান হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । খবর পেয়ে পুলিশ ১ নং আসামি মোঃ আনিছুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে। বাকি আসামিরা পলাতক রয়েছে। এবিষয়ে আহত রুবেল জানান,  উপজেলার ভাঙ্গাগেট এলাকায়  ১০/১০/২৩ তারিখে ইমন গাজী  নামের এক ব্যক্তি ছুরিকাহত হয়। সেই ঘটনায় এজাহার ভুক্ত আসামি আমি তাই আদালতে জামিন হওয়ার চেষ্টায় আছি। ওই ঘটনাকে কেন্দ্র করে বাদি পক্ষের সন্ত্রাসীরা ৩/৪ জন আমাকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করতে থাকে এবং আমার এক হাত ভেঙ্গে ফেলেছে আর এক হাতের আংগুল গুলো ভেঙ্গে দা দিয়ে কুপিয়ে আহত করে । উল্লেখ আহত রুবেল মোল্লা নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিষয়টি পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন নিশ্চিত করেছেন। আহত রুবেল উপজেলা ধোপাদী গ্রামের মশিয়ার মোল্লার ছেলে। উল্লেখ্য, নওয়াপাড়া ভাঙ্গাগেট সংলগ্ন নিজ প্রতিষ্ঠান  এম আর ট্রেডিং এর সামনে  মেহেদী হাসান ইমনকে হত্যার উদ্দেশ্যে ১০/১০/২৩ (বেলা ১১ টার পর) পিছন থেকে কোমরের উপর দুইটা ও পেটে একটা ছুরি দিয়ে আঘাত করে। তার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। মাটিতে পড়ে থাকা ইমন গাজি কে পথচারিরা মুমূর্ষ অবস্থায় ভ্যান যোগে নওয়াপাড়া সরকাবি হাসপাতালে নিয়ে ভর্তি করে।কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বলা হয়। এসময় তার পরিবার তাকে দ্রুত খুলনা গাজী মেডিকেলে ভর্তি করে। পরে পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় রুবেল ও রিফাতের নামে  অভিযোগ দায়ের করেন। হারুন অর রশিদ জানান,  ধোপাদী গ্রামের (১)  রুমেল ওরপে(রুবেল)পিতা মশিয়ার মোল্যা (২) রিফাত হোসেন  পিতা রফিকুল ইসলাম দপ্তরী তারা আমার ভাইপো ইমনকে হত্যার উদ্দেশ্যে চলতি মাসের ১০ তারিখে ভাঙ্গা গেট এলাকায় চাকু দিয়ে পেটে ও কোমরে আঘাত করে তার হাতে থাকা টাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান ওই ঘটনায় মামলা হয়েছে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে। এর আগে ইমন গাজীকে আহত করা হয়েছে। তার পক্ষ থেকে মামলা করা হয়েছে। রুমেলকে পুলিশ হেফাজতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।