কে,এম আল আমিন :
অসহায়,দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরনের লক্ষ্যে সিরাজগন্জ সিডিপির আয়োজনে ৫ দিনব্যাপী গুড বাজার জিএনবি’র শুভ উদ্বোধন করা হয়েছে। ঈদকে সামনে রেখে কোভিট-১৯ এর কারনে অসহায়,হতদরিদ্র ও দু:স্থ্য ১৮৬০ টি পরিবারের মাঝে ৩০ জুলাই পর্যন্ত চাল,ডাল,দুধ,চিনি,আলু,পেয়াজ,শাড়ী-লুঙ্গী,সেমাই,কাপড় সহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হবে। কমিউনিটির মানুষ নিজের চাহিদা অনুসারে গুড বাজারে দোকান থেকে তাদের পছন্দ মত বিনামুল্যে এ সব সামগ্রী সংগ্রহ করবেন।
আজ রবিবার সকাল ১০ টায় সিডিপির ঘুড়কা কার্যালয়ে ফিতা কেটে গুড বাজারের শুভ উদ্বোধন করেন,রায়গন্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মি,নুরনবী মিয়া,দাদপুর জি,আর গার্লস স্কুলের প্রধান শিক্ষক মন্জুরুল আলম,সলঙ্গা থানার এসআই আসলাম,সিরাজগন্জ সিডিপির ম্যানেজার মি,টমাস মন্ডল সহ সিডিপির অন্যান্য কর্মীবৃন্দ।