শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। শ্রদ্ধা নিবেদন করে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ।এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনা করেন,একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।
রবিবার , ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
সুজানগরে শেখ রাসেল দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩