সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক করেছেন সংসদ সদস্য তানভীর ইমাম।
মঙ্গলবার বিকেলে সদর উল্লাপাড়া ইউনিয়নের বজরাপুর বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সদর উল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আঃ রহিমের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী , যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান , সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল , সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন , আঃ সামাদ সরকার , আবুল কালাম আজাদ , পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম আরজু , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালেক , ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আঃ কাদের , রামকৃষ্ণ অধিকারী , সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন প্রমুখ। বিপুল সংখ্যক নারী ও পুরুষের উপস্থিতিতে উঠান বৈঠকে এমপি তানভীর ইমাম আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে আহবান জানান।