পাবনা ফরিদপুর উপজেলা একুশে পদক প্রাপ্ত, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, নাট্য অভিনেতা, মাসুম আজিজের প্রথম প্রয়ানবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ই) অক্টোবর ফরিদপুর উপজেলা হলরুম কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো : গোলাম হোসেন গোলাপের সভাপতিত্বে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ সংসদ সদস্য আলহাজ্ব শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মকবুল হোসেন এমপি (পাবনা ৩), চেয়ারম্যান জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আ,স,ম আব্দুর রহিম পাকন। এছাড়াও ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সকল অংগসংগঠন ও ফরিদপুর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
স্মরণ সভা শেষে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচলনা করেন মাওলানা জহুরুল হক সাভারী সাহেব।