পাবনার ঈশ্বরদীতে দেশের বেশ কিছু সুনামধন্য দামী রং ও কেমিক্যাল কোম্পানির ব্যান্ডের লেবেল লাগিয়ে নকল, ভেজাল নিন্মমানের রং, থিনার ও কেমিক্যাল বিক্রয় করার দায়ে ঈশ্বরদীতে নবী হার্ডওয়ার স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নকল রং, থিনার ও কেমিক্যালের বালতি, ড্রাম ও বোতলগুলো জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
(মঙ্গলবার) দুপুর দুইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি অভিযান চালিয়ে এই জরিমানাসহ নিন্মমানের পণ্যগুলো বিনষ্ট করেন। ঈশ্বরদী বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসায়ী মোঃ রকিবুন নবী ঈশ্বরদী বাজারে নবী ফ্যাশন, মেসার্স নবী টেডার্স ও নবী হার্ডওয়ার স্টোর নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দীর্ঘদিন ধরে উচ্চ মুল্যে নিন্মমানের পোশাক, ওজনে কম দিয়ে রড সিমেন্ট ও নিন্মমানের ভেজাল রংসহ কেমিক্যাল বিক্রয় করে আসছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী স্টেশন রোডস্থ নবী হার্ডওয়ার স্টোরের মালিক মোঃ রকিবুন নবী তার দোকানে বার্জার ওয়েদারকোট রং, ইজিক্লিন, এন্টিড্রার্ট, ওয়াটার সিলার, এসপিডি ও ওয়ালপাট্রি নামের লেবেল লাগিয়ে নকল ও নিন্মমানের পণ্য বিক্রয় করে আসছেন। এতে ভোক্তারা ভয়াবহ আকারে প্রতারণার শিকার হয়ে আসছেন।ভুক্তভোগীদের নিকট থেকে এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে বার্জার কোম্পানির লেবেল যুক্ত ১৬ টি নকল ও নিন্মমানের রং ভর্তি এবং ওইসব নকল পণ্য বিক্রয়ের পর খালি ২০০টি ড্রাম জব্দ করা হয়েছে। এরপর নবী হার্ডওয়ার স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এক লাখ টাকা জরিমানাসহ নকল পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও বিক্রয় করলে প্রতিষ্ঠানটির মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দন্ডনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।