শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমুলক প্রকল্পের আওতায় পরিবহন চালকদের নিয়ে শব্দসচেতনতামুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো উল্লাপাড়া উপজেলা পরিষদ হল রুমে অদ্য ১৬ অক্টোবর সোমবার সকাল ১০ টায়।
আজ থেকে শব্দদূষণ রোধে হর্ণ বাজানো যতটুকু সম্ভব কমিয়ে আনার প্রত্যয় ব্যাক্ত করেন অংশগ্রহণকারী শতাধিক পরিবহন চালকগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ উজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আতাউল গনি ওসমানী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বাবলু, সভাপতিত্ব করেন জনাব আব্দুল গফুর সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ এবং সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ মমতাজ হাসান রিটু, উপজেলা প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ।
পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ এর আয়োজনে প্রশিক্ষণগ্রহনকারীদের প্রধান অতিথি সন্মানি প্রদান করেন ও পরে খাবার পরিবেশন করা হয়।