নাটোরের লালপুর জোকাদহ মুফতি আবু বক্কর ফারুকী আবুল উলাইয়ী (রঃ) এর ভক্ত মরহুম ইয়াদ আলী সরদার’র বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টবর) সন্ধ্যা থেকে অনুষ্ঠানটি শুরু হয় ভোর রাতে শেষ হওয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক ও ডিডিপি’র চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার ও শিল্পী সুফি সাধক গুরুজী এস এম রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও সিএন এফ টিভির ঈশ্বরদী প্রতিনিধি সৌরভ কুমার দেবনাথ, দৈনিক বিজয় পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মুশফিকুর রহমান ও সাপ্তাহিক জংশন, ডিডিপি নিউজ টুয়েন্টিফোর ডটকম ও ডিডিপি টিভির ষ্টাফ রিপোর্টার কবি মুনমুন আক্তার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম সিরাজ সরদার । সঞ্চালনা করেন লিটন বাউল। অনুষ্ঠানে ভক্তিমুলক সংগীত পরিবেশন করেন শিল্পী এস এম রাজা, রিমি মন্ডল, রাখি মন্ডল, লিটন বাউল, সুমন, সোমা, সিরাজ সরদার, কৃষ্ণা বাউল, মাসুদা বাউলসহ বিভিন্ন শিল্পী গান পরিবেশন করেন।

রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
লালপুরের জোকাদহ’র মরহুম ইয়াদ আলী সরদার’র বাৎসরিক ওরশ
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩