প্রায় ২১ বছর পর ১৬ অক্টোবর চৌহালী উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার(১৬ অক্টোবর ২০২৩) চৌহালী সরকারি কলেজ চত্বরে দুই অধিবেশনে সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্মেলনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে দৌড় ঝাঁপ এর অবসান ঘটবে আজ সোমবার সম্মেলনের মাধ্যমে।
দীর্ঘদিন পর চৌহালী উপজেলা যুবলীগের সম্মেলন হওয়ায় বিলবোর্ড, ফেস্টুন, লাইটিং, পোস্টারে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। সম্মেলনে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হবে বলে আশাবাদী দলটির নেতা-কর্মীরা।
শোভা বর্ধন করছে মোড়ে মোড়ে তোরণ, পোষ্টার, স্থান পেয়েছে জাতীয় ও স্থানীয় নেতাদের ছবি। যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল। প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল ৷ বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ সাজ্জাদ হায়দার লিটন, যুগ্ন সম্পাদক মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন ৷
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার প্রতিবেদককে বলেন, সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা কাজ করছে। সম্মেলন সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে উপজেলা থেকে ১২৫ কাউন্সিলর ও ৫০০ ডেলিগেট উপস্থিত থাকবেন।
সোমবার চৌহালী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুত হচ্ছে সম্মেলন স্থল। উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হায়দার মুন্না বলেন, সম্মেলনে উপজেলার প্রায় ২ হাজার প্রতিনিধি, ১২৫ জন কাউন্সিলর ও ৫ শত জন ডেলিগেট থাকবেন। এর বাইরে প্রায় ৫ হাজার মানুষের সমাগম হবে।
সর্বশেষ ২০০২ সালের চৌহালী উপজেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে কামরুল হায়দার মুন্না সভাপতি ও মোল্লা বাবুল আক্তার সাধারণ সম্পাদক হন ৷
কামরুল হায়দার মুন্না বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য আর মোল্লা বাবুল আক্তার আছেন উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে। তিনি এখন চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ৷
ওই সম্মেলনের পর আর কোনো সম্মেলন না হওয়ায় যুবলীগের দীর্ঘ ২১ বছর উপজেলা যুবলীগের কোনো কমিটি গঠিত হয়নি।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় নেতা-কর্মী ও পদপ্রত্যাশীদের মধ্যে ছিল হতাশা। সর্বশেষ এ বছরের ৩ অক্টোবর সম্মেলনের দিন ঘোষণা করা হলে নেতা-কর্মীরা নড়েচড়ে বসেন। অনেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন। নতুন করে সম্মেলন হওয়ার খবরে নেতা-কর্মীরা উচ্ছ¡সিত।
সম্মেলনে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ৭ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন।