পাবনার ঈশ্বরদীতে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আজ (১৪ অক্টোবর) শনিবার সন্ধ্যায়। সারাদেশের ন্যায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবারো ঈশ্বরদী উপজেলায় ৩২ টি মন্দিরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা। সনাতন ধর্মের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সাঁড়া ইউনিয়নের প্রতিটি মন্দির পরিদর্শন করেন সাঁড়া ইউনিয়ন ও রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান, ইমদাদুল হক রানা সরদার। এসময় তিনি সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। ইমদাদুল হক রানা সরদার বলেন, বাংলাদেশ সাপ্রদায়িক সপ্রীতির দেশ। এদেশে হিন্দু-মুসলমানদের বিভিন্ন ধর্মীয় উৎসব একে অন্যের নিমন্ত্রণে সার্বজনীন হয়ে উঠে। এই ঐতিহ্য বজায় রেখে শারদীয় দূর্গোৎসব তাই সুষ্ঠুভাবেই যেনো উদযাপিত হয় সেক্ষেত্রে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়াও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী সাঁড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার, ঈশ্বরদী সাঁড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক শিমুল সরদারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঈশ্বরদী সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩