ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউয়িন পরিষদের সামনে শালবন সুপার বাস অটোরিক্সার সাথে মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চরভেলামারি গ্রামের সুমি আক্তার নামে একজন মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ৭জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নান্দাইল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) কানারামপুর টু ত্রিশাল সড়কের এ দুঘর্টনা ঘটে। আহতদের মধ্যে চরলক্ষীদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জেবিন নামে একজন শিক্ষিকা রয়েছেন। এসময় শালবন সুপার বাস অটোরিক্সাকে চাপা দিয়ে পালানোর সময় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে নান্দাইল ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ ২ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নান্দাইলে বাসের চাপায় একজন নিহত, গুরুতর আহত ৭, বাসে আগুন
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩