পাবনার চাটমোহরে গালায় ফাঁস নিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত কলেজ ছাত্রীর নাম মেঘলা বিশ্বাস (১৭)। সে উপজেলার মথুরাপুর ইউনিয়ন সাড়োরা গ্রামের বিপ্লব বিশ্বাসের মেয়ে। বুধবার ( ১১ অক্টোবর) সকাল ৮ টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। মেষলা চাটমোহর মহিলা ডিগ্রি কলেজ প্রথম বর্ষের ছাত্রী।
নিহতের বাবা বিপ্লব বিশ্বাস জানান, প্রতিদিনের মত মঙ্গলবার কলেজ শেষ করে বাসায় গেলে সন্ধ্যার দিকে পড়া লেখার জন্য তার মা বকা দিলে রাতের খাওয়া শেষ করে রুমে চলে যায়। তারপর বুধবার সকাল ৮ টার দিকে ঘুম থেকে উঠতে দেরি হলে ডাকাডাকির এ পর্যায়ে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে ডাবের সাথে ওড়না দিয়ে ঝুলতে দেখে চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।