জামালপুরে ট্রাকের ধাক্কায় ডা. হাফিজুর রহমান নামে এক মেডিকেল কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে নান্দিনা-জামালপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ডা. হাফিজুর রহমান সদর উপজেলার নান্দিনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলার মেষ্টা ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে।জানা যায়, সকালে মোটরসাইকেলে কর্মস্থল নান্দিনা যাচ্ছিলেন ডা. হাফিজুর রহমান। পথে জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও পালিয়েযায় চালক।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নিজ কর্মস্থলে ফেরা হলো না ডা: হাফিজুরের
প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ অক্টোবর, ২০২৩