পাবনার চাটমোহর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে ২০২৩ -২৪ শিক্ষাবর্ষ উচ্চ ম্যাধমিক একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন এন্ড কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ৮ অক্টোবর) সকাল থেকে কলেজ চত্বরর দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন ২ বর্ষের শিক্ষার্থীরা।
এ উপলক্ষে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ সঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন,সহকারী অধ্যাপক খলিল উদ্দিন হায়দার, সহকারী অধ্যাপক আগমনী চক্রবর্তী,সহকারী অধ্যাপক তন্ময় কর্মকার, আজকের পত্রিকার চাটমোহর প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, প্রথম বর্ষের ছাত্রী শেখ শাহারুন বৈশাখী,কাজি রামিছা, স্নেহা খন্দকার, ২ য় বর্ষের ছাত্রী জান্নাতুল, সুমাইয়া আলম প্রমখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আরটিভি বাংলার গায়েনর চাম্পিয়ন রাসেল মূর্ধা।
দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রতিষ্টানটির সকল সহকারী অধ্যাপক,প্রভাষকবৃন্দ, ও প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।