আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় ২২পিচ ইয়াবাসহ ব্যবসায়ি সাব্বির গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মাদক কেনা বেচার গোপন খবর পেয়ে শনিবার রাতে পুলিশ উপজেলার পূর্ব মোল্লাপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের লিয়াকত গাজীর ছেলে মাদক ব্যবসায়ী সাব্বির গাজী (১৯)কে মোল্লাপাড়া জমাদ্দার বাড়ির সামনে থেকে ২২পিচ ইয়াবাসহ এসআই মনিরুজ্জামান গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে এসআই মনিরুজ্জামান রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেন, নং-১৬ (২৬/০৭/২০২০)। রবিবার সকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাব্বিরকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।