বাদ যাবেনা কোন শিশু
পাবে সবাই শিক্ষা,
পড়াশোনা করে তারা
নিবে আলোর দীক্ষা।
বিদ্যালয়তো আনন্দের মাঠ
খেলবে পড়বে শিশু,
মেধা বিকাশ ঘটবে তাদের
সাফল্য নেবে পিছু।
উপবৃত্তি চালু হয়েছে
এল মিডডে মিল,
ধনী- গরীব সব শিশুরই
জীবন তাই রঙিন।
বছর এলেই নতুন বই
নতুন স্বপ্ন মনে,
সবার জন্য মানসম্মত
শিক্ষার বীজ বুনে।