মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী থানার আয়োজনে আনুষ্ঠানিকভাবে পুলিশের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ( ২৫ জুলাই) বাদ মাগরিব থানার অফিস রুমে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন।
এসআই রাশেদুজ্জামানের সঞ্চালনায় বিদায়ী পুলিশ সদস্য সহ অন্যান্য পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা। আটোয়ারী থানা পুলিশের আয়োজনে পুলিশের বদলীজনিত বিদায় সংবর্ধনার মত মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। তিনি বলেন, আজকের এই সংবর্ধনা আইন শৃক্সখলা রক্ষায় পুলিশ বাহিনীর উৎসাহ ও মনোবল বৃদ্ধি পাবে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন আটোয়ারী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু।
আবেগ আপ্লুত হয়ে বিদায়ী পুলিশ অফিসারদের মধ্যে বক্তব্য রাখেন এসআই নওয়াব আলী, এসআই শাহীনুর ইসলাম সিদ্দিকী, এএসআই আব্দুল্লাহ ও এএসআই মাইনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই ফেরদৌস, কনস্টেবল আতাউর রহমান প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী পুলিশ অফিসারদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আটোয়ারী থানার সকল পুলিশ অফিসার, কনস্টেবল সহ আটোয়ারী প্রেস ক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।