পাবনার চাটমোহর উপজেলায় মায়ের শাড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ছেলে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নিকারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহান হোসেন (১২) ওই গ্রামের মোঃ সেলিম হোসেনের ছেলে। সে হান্ডিয়াল বাজারে একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতো।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে হোটেলে কাজের জন্য যায়। কিছুক্ষণ পরে বাসায় ফিরে এসে তার মাকে পেট ব্যাথার কথা বলে। সোহানের মা তাকে শুয়ে থাকার কথা বললে সে তার ঘরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরে থাকা তার মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ডাবের সাথে ফাঁস দেওয়া অবস্থায় সোহানকে দেখতে পেয়ে উদ্ধার করে।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সোহান কেন এবং কী কারণে আত্মহত্যা করেছে এ ব্যাপারে পরিবারের লোকজন সঠিক ভাবে কিছুই বলতে পারেনি। এ বিষয়ে চাটমোহর থানায় ইউডি মামলা হচ্ছে।