রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিউইয়র্কে শিল্পাঙ্গন নাট্য সন্মাননা পেলেন পাবনার তানভীর শেখ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
আমেরিকার নন্দিত নাট্য সংগঠন সেন্টার ফর বাংলা ক্রিয়েটিভ ওয়ার্কস এর নিয়মিত আয়োজন ‘শিল্পাঙ্গন নাট্যমেলা-২০২৩’ এ নাট্য অভিনেতা হিসেবে বিশেষ সন্মাননা পেলেন অভিনেতা পাবনার শেখ তানভীর আহমেদ।
সারাদিন ব্যাপী এবারের আসরে গতকাল স্থানীয় সময় ২৪শে সেপ্টেম্বর ২০২৩ নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত লেভিটটাউন হলে জমকালো থিয়েটার উৎসবে একই দিনে পরপর দুটি নাটকে অসামান্য অভিনয় দক্ষতায় এ পুরস্কার পেলেন তিনি।
উৎসব সমাপনী পর্বে হল ভর্তি দর্শকের উপস্থিতিতে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশের বরেণ্য নাট্য ব্যক্তিত্ব ও একুশে পদক প্রাপ্ত অভিনেতা জনাব আবুল হায়াত ও তার স্ত্রী মাহফুজা খাতুন শিরিন।
এর আগে এ দিন বিকেলে নাট্যসংগঠন ‘কৃষ্টি’ প্রযোজিত ও জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা কালজয়ী নাটক ‘রাজা ঈদিপাস’ এ গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় এবং একইদিন সন্ধ্যায় নাট্যসংগঠন ‘শিল্পাঙ্গন’ প্রযোজিত ও
নজরুল ইসলাম নির্দেশিত অনুবাদের নাটক ‘জমা খরচ ইজা’ তে বিশেষ চরিত্রে মূকাভিনয়ে অংশ নেন গুণী এ অভিনেতা ও ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রধান তানভীর শেখ।
বর্তমানে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ট্রাইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এ শিল্পী থিয়েটার অঙ্গনে কাজ করে চলেছেন ১৫ বছরেরও বেশি
সময় ধরে এবং দেশ বিদেশের উল্লেখযোগ্য ফেস্টিভ্যালে অংশগ্রহনের পাশাপাশি পেয়েছেন জাতীয় এ অন্তর্জাতিক পুরস্কার ও অসংখ্য সন্মাননা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।