যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড বেঙ্গল রেলক্রসিং সংলগ্ন এলাকায় রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুঃ ৮ টার সময় ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেঙ্গল গেটে বেপরোয়া গতিতে আসা রুপসা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৩- ০২- ১৫) নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ এর খুটিতে আঘাত করে। এসময় পাশে থাকা ৭/ ৮ জনের মধ্যে ৪ জন মারাত্মক আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন নওয়াপাড়া গ্রামের শফিয়ারের ছেলে আসাদুজ্জামান ফিরোজ (৩২) বাসের ড্রাইভার ইমদাদুল হক (৩৮) ফুলতলা উপজেলার রেজোয়ান শেখের ছেলে সুমন হোসেন (২৮), ইসমাইল হোসেন (৩৪) । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ তাসফিয়া রহমান হীয়া জানান, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন আহম্মেদ জানান, যাত্রীবাহি বাস রুপসা নিয়ন্ত্র হারিয়ে একটি দোকানে মধ্যে ঢুকে যায়। এসময় দোকানের সামনে দাড়িয়ে থাকা বাসের ধাক্কায় ৪ জন আহত হয়। গাড়ি টি থানা হেফাজত নেওয়া হচ্ছে।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অভয়নগরে সড়ক দুর্ঘটনা ৪ জন আহত
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩