আমরা নবীন আমরা প্রবীণ
আমরা অগ্নিসেনা,
দেশের তরে সদা জাগি
হাজার রাত্রি বেনা।
অগ্নিকাণ্ড দুর্ঘটনা
ঘটলে কোনো স্থানে,
খবর জানার সাথে সাথেই
যাই ছুটে সেখানে।
দেশে যতো আগুন লাগে
সকল আগুন চেনা,
আমরা নবীন আমরা প্রবীণ
আমরা অগ্নিসেনা।
আমরা সকল আগুন নিভাই
করে হাজার চেষ্টা,
তাপ ধোঁয়াতে যাই না চলে
পেলে ক্ষুধা তেষ্টা।
দেশের সেবায় মোদের যদি
হয় গো কভূ মরণ।
আমরা সবাই হাসতে হাসতে
করব যে তা বরণ।
সৎ-সাহস আর শৃঙ্খলাতে
আমরা চিরচেনা,
আমরা নবীন আমরা প্রবীণ
আমরা অগ্নিসেনা।।