খাগড়াছড়ির রামগড়ে ১কেজি ৫০০গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ। আটককৃত মো:সোহেল (৩০) মানিকছড়ির তিনটহ্যরি এলাকার আব্দুল গণির ছেলে। আজ শুক্রবার সন্ধ্যায় পৌরসোভার মাস্টারপাড়া এলাকার রামগড় সরকারি ডিগ্রী কলেজের প্রথম গেইটের সামনে থেকে ধাওয়া করে হাজীপাড়া তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গতি প্রকৃতি লক্ষ করে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন রামগড় থানার উপ পরিদর্শক ফরহাদুর হক ,হারুন অর রশিদ এবং শামসুল আমীন।অভিযান চালিয়ে আসামীকে ১কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান জানান, অভিযান চালিয়ে ১জনকে গাঁজা সহ আটক করা হয়।এ ঘটনায় রামগড় থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রামগড়ে দেড় কেজি গাঁজা সহ আটক এক
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩