শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় সন্ত্রাসী কায়দায় কলেজ শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় সন্ত্রাসী কায়দায় গোলাম মোস্তফা নামের এক কলেজ শিক্ষককে কায়েম ও সোহান নামের দুইজন পিটিয়ে রক্তাক্ত করেছে । আহত কলেজ শিক্ষক খানমরিচ ইউনিয়নের সুলতান পুর গ্রামের বানিন্দা ও আলহাজ সিরাজ মন্ডলের ছেলে । তিনি খানমরিচ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের বাংলা বিষয়ের সহযোগি অধ্যাপক। অভিযুক্ত কায়েম ও সোহান নামের দুইজন একই এলাকার বাসিন্দা ও আলী আজগরের ছেলে। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খানমরিচ ইউনিয়নের সুলতান পুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে,উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতান পুর গ্রামের বাসিন্দা ও কলেজ শিক্ষক গোলাম মোস্তফা ১৫/১৬ বছর পূর্বে তার বশত বাড়ির পাশে পিতার জমিতে কিছু গাছ রোপন করেন। গাছ গুলি বড় হলে সম্প্রতি তিনি ও তার ভাই মোশারফ বিএসসি মিলে সাংসারিক প্রয়োজনে গাছ গুলি বিক্রয় করেন। কলেজ শিক্ষকের জমির পাশের জমি আঙ্গুর প্রফেসর ও শাহ আলম বিএসসি-র। কিন্তু তাদের জমি লিজ সূত্রে ভোগদখল করেন অভিযুক্ত কায়েম ও সোহান নামের দুই ভাই। কলেজ শিক্ষক গোলাম মোস্তফার দাবী, কোনো সমস্যা হলে ওই জমির পাশ আলের জমির মালিক আঙ্গুর প্রফেসর ও শাহ আলম বিএসসি-র সাথে হওয়ার কথা । অথচ গোলাম মোস্তফা তার গাছ বিক্রির আগে একাধিক বার তাদের সাথে কথা বললেও পাশ আলের জমির মালিকেরা কোন ধরণের ওজর আপত্তি করেন নি। কিন্তু শুক্রবার সকালের দিকে তার বিক্রয়কৃত গাছ কাটলে আসলে অভিযুক্ত কায়েম ও সোহান সন্ত্রাসী কায়দায় হাতে লাঠিসোঠা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে গাছ কাটতে বাধা দেন এবং মারমুখী আচরণ করতে থাকে। এ সময় কলেজ শিক্ষক গোলাম মোস্তফা তাদের ওই উশৃঙ্খল আচরণের ভিডিও ধারণ করতে গেলে কায়েক ও সোহান মিলে তাকে বেধড়ক পিঠিয়ে আহত করেন। এ সময় তার বৃদ্ধ পিতা আলহাজ সিরাজ মন্ডল এগিয়ে গেলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেন অভিযুক্তরা । পরে স্থানীয়রা আহত অবস্থায় কলেজ শিক্ষক ও তার বৃদ্ধ পিতাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে খানমরিচ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন বলেন,কলেজ শিক্ষক গোলাম মোস্তফা একজন ভদ্র,বিনয়ী ও নম্র স্বভাবের মানুষ। তার সাথে এমন ধরণের কাজ করা মোটেও ঠিক হয় নি। এর সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার দাবীও করেন তিনি।

এ ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ মো. রাশিদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ঠ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।