“খেলাধুলাকে হ্যা বলি মাদককে না বলি” স্লোগানে পাবনার ভাঙ্গুড়ায় ভবানীপুর লিজেন্ট ফুটবল লীগ ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের যুবসমাজের আয়োজনে ভবানীপুর ফুটবল খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।খেলায় প্রধান ম্যাচ রেফারি ছিলেন, সরকারি শারীরিক শিক্ষা কলেজ রাজশাহী’র বিপিএড শিক্ষার্থী শেখ সাখাওয়াত হোসেন।
শুক্রবার বিকেলে জনতা ফুটবল একাদশ ও যুব সংঘ ফুটবল একাদশের মধ্যেকার ফাইনালে যুব সংঘ ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে জনতা ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।