পাবনা ফরিদপুরে বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা কৃষি অফিসার মো: আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা উপপরিচালক ড. মো: জামাল উদ্দীন, অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক মো: শামসুদ্দিন ফিরোজ।
প্রধান অতিথি তার বক্তব্যে অনাবাদি পতিত জমি চাষের ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উক্তি ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ এর গুরুত্ব কৃষকদের মাঝে তুলে ধরেন এবং কিভাবে এই প্রকল্প কৃষকদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করছে সে ব্যাপারে আলোকপাত করেন।
বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে সবজি চাষের প্রতি গুরুত্ব প্রদান করেন। সারাবছর ব্যাপি সবজি উৎপাদন কৌশল এবং অনাবাদি পতিত জমি চাষের মাধ্যমে কৃষক কিভাবে লাভবান হতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিশেষে সভাপতি তার বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং প্রত্যেক জন কৃষককে বিভিন্ন প্রকার সবজীর বীজ, বারোমাসি আম, পেয়ারা, লেবু ও পেঁপের চারা প্রদান করেন।