পাবনা ফরিদপুরে মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার মোছা : শিরিন সুলতানার সভাপতিত্বে পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামানের আগমন উপলক্ষে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধিজনের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এসময় ২০২৩ -২০২৪ অর্থ বছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে ফরিদপুর উপজেলা বিভিন্ন মেধাবী দুঃস্থ ছাত্র – ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক পাবনা মু: আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো : গোলাম হোসেন গোলাপ, পৌর মেয়র খ, ম কামরুজ্জামান মাজেদ, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো : খলিলুর রহমান সরকার ও উপজেলা আওয়ামী লীগের অংগসংগঠন, ফরিদপুর উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ সহ সুধিজন।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা ফরিদপুর উপজেলা বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম সহ সমস্যা গুলো তুলে ধরেন। বিভিন্ন রাস্তার সম্প্রসারণ, উপজেলা শহর সম্প্রসারণ সহ সকল সমস্যা আলোকপাত করা হয়।
এসময় জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান উপজেলার বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা, রাস্তা ঘাটের উন্নয়ন মুলক বিষয়ে আলোচনা করেন।
এসময় উপজেলা নির্বাহি অফিসার মোছা : শিরিন সুলতানা আশ্রয়ন প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, উপজেলায় শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসা বিষয়ে আলোচনা করে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষণা করেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শন কালে সহকারী কমিশনার ভূমিসহ সকল ভূমি কর্মকর্তা, কর্মচারীকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।