পাবনা সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের নুরদ্দিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের পায়তারার অভিযোগে এলাকাবাসী ও পরীক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নুরদ্দিনপুর বাজারে এলাকাবাসী ও পরীক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্যদেন হাটখালী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান, হাটখালী ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ ,সাবেক ইউপি সদস্য নুরুজ্জামান শিকদার মধু ,কামরুল ইসলাম, আমিরুল ইসলাম রনি,ইউনুস শেখ,আত্তাব শেখ প্রমুখ।
বক্তব্যে বলেন, নুরদ্দিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি শেখ রাসেল দিপু বিদ্যালয়ে অফিস সহকারী,পরিচ্ছন্নতাকর্মী ও নৈশ প্রহরী এবং আয়া নিয়োগের নামে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা করছে, এবং বিদ্যালয়র ম্যানেজিং কমিটির সভাপতি তার নিজেস্ব আত্মীয় স্বজনদের ও চাকরি দেবার চেষ্টা করছে ।
জানা যায় গত ২৭ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগের জন্য চারটি সৈন্য পদে ১৮ জন প্রার্থী আবেদন করেছে, এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের দাবি সুষ্ঠু ভাবে পরিক্ষা কার্যক্রম ও মেধা অনুসারে চাকরি দেওয়ার জোর দাবি জানান ।