খাগড়াছড়ির রামগড়ে একই দিনে দুটি অপহরণ করেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। এসময় দুই গাড়ির দুজন চালক এবং দুজন হেলপারকে অপহরণ করে পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয় বলে সূত্রে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার(১১ সেপ্টেম্বর)রাত সাড়ে আট টায় রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথখামার লেকের পাশে এ অপহরণের ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলো ফেনীর সোনাগাজী উপজেলার কাভার্ড ভ্যান চালক জায়েদ হোসেন,লক্ষীপুরের রামগতি উপজেলার হেল্পার মো:হান্নান,ফটিকছড়ির ছিকনছড়া গ্রামের মিনি ট্রাক চালক আনোয়ার হোসেন ও একই উপজেলার জলন্ডী গ্রামের মো: মনির হোসেন।
রামগড় থানা পুলিশ জানায়,রাতে উপজেলার যৌথখামার নামক স্থানে খাগড়াছড়ি থেকে চাদপুর গামী ফল বাহী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬৪১) এবং একটি মিনি ট্রাক (চট্টমেট্রো ন-১১-৯১৪৬) আটক করে মুক্তিপণ দাবী করে।তাৎক্ষণিক মুক্তিপণ দিতে না পারায় তাদের আটক করে নিয়ে যায়।অপহরণের খবর পেয়ে পুলিশ ও বিজিবির সমন্বয়ে একটি বিশেষ দল অপহরণকারীদের উদ্বারে অভিযান পরিচালনা করে।
অপহৃত গাড়ি চালক আনোয়ার হোসেন জানান,তাদের রাতে অস্ত্রের মুখে আটক করা হয় এবং মুক্তিপণ দাবী করে।মুক্তিপণের জন্য তার গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে।মালিক সঠিক কত টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে এনেছেন তিনি জানেন না।তিনি আরো জানান,সম্ভবত মুক্তিপণের টাকা পেয়েই ভোর বেলায় তাদের ছেড়ে দেওয়া হয়।তাদের নগদ টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়েই বিজিবির সাথে সমন্বয়ে অভিযান পরিচালনা করেছি।
৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, অপহরণের পরেই বিজিবি অভিযান পরিচালনা করে।সকালে তাদের ছেড়ে দেওয়া হয়।এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির টহল বাড়ানো হয়েছে।