ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ১৫ বোতল ফেনসিডিল, একটি পিস্তল ও ১০ রাউন্ড তাজা গুলিসহ রোজিনা বেগম (২৮) এক নারীকে আটক করেছে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
বৃহস্পতিবার ৭ ই সেপ্টেম্বর সকালে ওই নারী ও তার স্বামী আলামিনের (৩০) নামে মাদক ও অস্ত্র আইনে পৃথক ২ টি মামলা (নং ২ ও ৩) করা হয়েছে।
বুধবার ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার উপজেলার কানুদাশকাঠি গ্রামের ওই নারীর বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক ও মাদক-অস্ত্র উদ্ধার করা হয়।
বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র-গুলি উদ্ধারসহ রোজিনাকে আটক করা হয়। এ সময় রোজীনার স্বামী আলামিন পালিয়ে যায়।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ওই নারীকে প্রধান আসামী করে মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। এ মামলায় তার স্বামী আলামিনকেও আসামী করা হয়েছে। এ নারীর নামে আগের কোন মামলা না থাকলেও তার স্বামী আলামিনের নামে তিনটি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।