যশোরের অভয়নগরে সাগর গাজী(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০পিস ইয়াবাসহ আটক করেছে উপজেলার সিদ্দিপাশা আমতলা ক্যাম্প পুলিশ। বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সকাল আনুঃ ১১ টার সময় তাকে আটক করা হয়। ক্যাম্প পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আকরাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের প্রেমবাগ বাজারে অভিযান চালিয়ে ওই আসামির দেহ তল্লাশি করে ১০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত সাগর গাজী ওই এলাকার মৃত- তৈয়বুর গাজীর ছেলে। এবিষয়ে অভয়নগর আমতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাগর গাজী নামের একজনকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অভয়নগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩