বিল গাজনায় বন্ধুদের সাথে নৌ ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া সৈকত আহমেদ (১৬) নামক এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে সুজানগর ও আমিন পুর থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের বিল গাজনার বাদাই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়। সৈকত আহমেদ সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের মধুপুর গ্রামের মাহফুজ আহমেদের ছেলে ও মধুপুর অজেল আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র। সৈকতের বাবা মাহফুজ আহমেদ বলেন, আমার ছেলে তার বন্ধুদের সাথে গত শনিবার পিকনিকে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি।তার বন্ধুরা সঠিক তথ্য না দেওয়ায় নিখোঁজের পর সুজানগর থানায় লিখিত ভাবে জানানো হয়েছে । তিনি আরো জানান, সৈকত আগে ঢাকা থেকে পড়াশোনা করত।সেই কারণে সাঁতার কাটতে পারতো না। সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত জানান, গত শনিবার বন্ধুদের সাথে নৌ ভ্রমণে গিয়ে সৈকত গাজনার বিলে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী এবং এলাকাবাসীর সহযোগিতায় বিলের বিভিন্ন স্থানে সৈকতের মরদেহ খোঁজা করা হয়। সেইসাথে সৈকতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, নৌকা থেকে পড়ে হয়েছিল সৈকত। সোমবার সন্ধ্যায় বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সুজানগরে নিখোঁজের ৩দিন পর স্কুল ছাত্র সৈকতের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩