মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রামগড় ৪৩বিজিবির অভিযানে মাদক, চিনি ও চোরাচালান পণ্যসহ আটক-২

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

গত আগস্ট মাসে খাগড়াছড়ির রামগড়ের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে মাসব্যাপী অভিযান চালিয়ে মাদক, চিনি ও চোরাচালান পণ্যসহ ২জনকে আটক করেছে রামগড় ৪৩ বিজিবি।যার আনুমানিক মূল্য প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকা।এসময় ২৯টি মামলা হয়েছে রামগড় জোনের আওতাধীন বিভিন্ন থানায়।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এ তথ্য নিশ্চিত করেন।

রামগড় ৪৩ বিজিবি সূত্র জানায়,জব্দকৃত মাদক ও নেশা জাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে—৩৫২ বোতল ভারতীয় মদ,১৬কেজি গাজা,১৩টি গরু,১০হাজার ৪৩৩পিস ঔষুধ,২০৫কেজি চিনি,৪প্যাকেট ভারতীয় চা পাতা,১৭০ পিস গাগার্মেন্টস আইটেম কাপড়,২২৮ পিস থ্রি পিস,২৭ পিস লেহেঙ্গা,২পিস শেরওয়ানী,১৭০পিস পন্ডস পাউডার ও ৩৫৯.৭৮ ঘনফুট কাঠ।যার আনুমানিক মূল্য ৪৮লক্ষ৬০হাজার ১২২ টাকা।

৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে চোরাচালান-মাদক সহ যাবতীয় অপরাধ কর্মকান্ড রোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে যা আগামীতে আরো বাড়ানো হবে।তাছাড়া গত জুলাইয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রামগড় ৪৩ বিজিবি প্রায় ১কোটি টাকার ৩২০ পিস বিদেশী মোবাইল সেট সহ প্রায় ২ কোটি টাকার চোরাচালান জব্দ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।